Image description

নিজেকে খুব বেশি পজিটিভ ভাবতে পছন্দ করেন কুসুম শিকদার। এই অভিনেত্রী ও পরিচালক সম্প্রতি বলেছেন, যার থেকে তিনি স্ট্রেস পান, তাকে দ্রুতই ত্যাগ করেন। 

কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে এক সংবাদ সম্মেলনে খোলামেলা কথা বলেছেন কুসুম। সেখানে তিনি উল্লেখ করেন, ‘আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না।’

কুসুম শিকদার বলেন, ‘আমি পজিটিভ মানুষ। আমি পজিটিভ এনার্জির মধ্যে থাকতে পছন্দ করি। আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না। খুব কম। এই গুণগুলো মানুষকে আমার মনে হয় সুন্দর রাখে।’

তিনি আরও বলেন, ‘আমার স্কিন যতখানিই ভালো লাগে দেখতে, আমার মনে হয় আমার মনের কারণে। আমি নেগেটিভ এনার্জি এভয়েড করি। কারো সঙ্গ যদি আমার মনে হয় যে আমাকে স্ট্রেস দেবে, কষ্ট দেবে আমি সেই সঙ্গ ত্যাগ করি। মনটা খুব সতেজ রাখি সবসময়। মনটাই আসলে আসল। রূপচর্চা করি না কখনোই। আমি খাওয়া-দাওয়াটা মেইনটেইন করি। আমি শাক-সবজি খাই, দুধ, দই, গ্রিন টি প্রচুর খাই।’