
বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের মধ্যকার পুরোনো প্রেমের গুঞ্জন আবার আলোচনায় এসেছে। ১৯৮৫ সালে প্রকাশিত একটি প্রতিবেদন ৪০ বছর পর আবার ভাইরাল হলে এই বিষয়টি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ১৯৮০-র দশকে রেখা ও ইমরানকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। প্রতিবেদনে দাবি করা হয়, ইমরান খান কয়েক সপ্তাহ মুম্বাইয়ে রেখার সঙ্গে সময় কাটিয়েছিলেন এবং তাদের সৈকতে ঘনিষ্ঠভাবে দেখা গেছে। তাদের ঘন ঘন একসঙ্গে উপস্থিতির কারণে গুঞ্জন ছড়ায় যে তাদের সম্পর্কটি কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিয়ে পর্যন্ত গড়াতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, রেখার মা পুষ্পাবল্লী ইমরানের একজন বড় ভক্ত ছিলেন এবং তাদের বিয়েতে আগ্রহী ছিলেন। তিনি মেয়ের ভবিষ্যৎ জানতে এক জ্যোতিষীর কাছেও গিয়েছিলেন।
এই গুঞ্জন নিয়ে রেখা কোনোদিন কোনো মন্তব্য করেননি। তবে এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, “নায়িকাদের সঙ্গে অল্প সময়ের এনজয় ভালো লাগে। আমি কখনও ভাবতেও পারি না কোনও সিনেমার নায়িকাকে বিয়ে করব।”
এরপর রেখা দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। মুকেশ ১৯৯০ সালে আত্মহত্যা করার পর রেখা আর বিয়ে করেননি।
অন্যদিকে, ইমরান খান ১৯৯৫ সালে ব্রিটিশ ধনকুবের জেমিমা গোল্ডস্মিথকে প্রথম বিয়ে করেন, যা ২০০৪ সালে ভেঙে যায়। পরে তিনি সাংবাদিক রেহাম খান এবং সর্বশেষ আধ্যাত্মিক উপদেষ্টা বুশরা বিবিকে বিয়ে করেন। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই তার ব্যক্তিগত জীবনের পুরোনো গল্পগুলো আবারও সামনে আসছে।
Comments