
সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে ভক্তরা উদযাপন করছেন বিটিএস তারকা জাংকুকের জন্মদিন। তবে শুভেচ্ছার ভিড়ের মধ্যেই আলোচনায় এসেছেন তিনি এক ব্যক্তিগত ও খোলামেলা স্বীকারোক্তির কারণে।
সম্প্রতি জানা গেছে, জাংকুক প্রাপ্তবয়স্ক ADHD (Attention Deficit Hyperactivity Disorder)–এ ভুগছেন। আমেরিকায় একটি মিউজিক ভিডিওর শুট করে দেশে ফেরার পর গায়ক এই তথ্য প্রকাশ্যে আনেন।
এক ভক্ত লাইভ চলাকালীন তার অস্থিরভাবে নাড়াচাড়া করা নিয়ে মন্তব্য করলে জাংকুক সরল ভঙ্গিতে বলেন, “আমার এই স্বভাবটা আছে। আমি এভাবেই নড়াচড়া করি।”
ADHD বা Attention Deficit Hyperactivity Disorder একটি স্নায়ু–সংক্রান্ত সমস্যা। এটি মনোযোগ ধরে রাখা, স্থির হয়ে বসা বা আকস্মিক প্রবণতা নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। সাধারণত শৈশবেই এর লক্ষণ শুরু হয়, তবে প্রাপ্তবয়সেও অনেকের মধ্যে তা থেকে যায়।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি অতিরিক্ত অস্থিরতা, এক জায়গায় স্থির হয়ে না বসতে পারা, মনোযোগের ঘাটতি, টাইম ম্যানেজমেন্টের সমস্যা ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। তবে চিকিৎসা ও সঠিক কৌশলের মাধ্যমে অনেকেই এর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করেন।
Comments