Image description

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স-এর মঞ্চে এবার প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন ফিলিস্তিনি সুন্দরী নাদিন আইয়ুব। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৪তম এই প্রতিযোগিতায় তিনি ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়বেন।

আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছর বয়সী এই মডেল ও সমাজকর্মী মূলত পশ্চিম তীরের রামাল্লার বাসিন্দা। তিনি ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন এবং ওই বছরই প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত।

গাজায় চলমান মানবিক সংকটের কারণে নাদিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। তবে তার দৃঢ় কণ্ঠস্বর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার মাধ্যমে তিনি ফিলিস্তিনি জনগণের দুঃখ-দুর্দশা ও তাদের ঘুরে দাঁড়ানোর অদম্য চেতনা তুলে ধরেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেইসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।”

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার এই সময়ে মিস ইউনিভার্সে ফিলিস্তিনের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বর্তমানে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে নাদিন আইয়ুবের এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ ফিলিস্তিনের জন্য এক নতুন আশার আলো বয়ে এনেছে। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে তাকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছে। এই প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগী অংশ নিবেন।