
জনপ্রিয় অভিনেত্রী রুনা খান এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম 'চলচ্চিত্র: দ্য সিনেমা', যা নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী।
নির্মাতা জানিয়েছেন, রুনা খান ইতোমধ্যেই প্রধান চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলতি বছরের শেষ দিকে এর শুটিং শুরু হবে।
নায়িকা চরিত্রে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, "পরিণত শিল্পী হিসেবে নিজেকে উপস্থাপন করতে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে যাচ্ছি। সেই ভাবনা থেকেই 'চলচ্চিত্র: দ্য সিনেমা'-এর এই চরিত্রটি বেছে নিয়েছি।" তিনি আরও বলেন, এই ছবিতে দর্শকদের নতুন রূপে ধরা দিতে নিজেকে নতুন করে তৈরি করছেন।
রুনা খান জানান, এই সিনেমার গল্প একজন নায়িকার বাস্তব জীবন নিয়ে, যেখানে পর্দার আড়ালে তার সুখ-দুঃখ ও হাসি-কান্নার গল্প তুলে ধরা হবে। তিনি আশা করেন, ছবিটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।
Comments