Image description

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অবস্থান করছেন আমেরিকায়। সেখানে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলছেন। ফলে অভিনয়ে এখন আর খুব একটা সরব নন এই তারকা। তবে তাঁকে নিয়মিতই পাওয়া যায় সামাজিকমাধ্যমে। এবার প্রভা বাবা-মাদের কাছে অনুরোধ করলেন, নিজ সন্তানকে নিয়ে অন্যদের কাছে অভিযোগ বা সমালোচনা না করার। 

বাবা-মা ও সন্তানের সম্পর্ক কোনোদিনই স্বার্থের নয়-এমনটাই মনে করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ফেসবুক পোস্টে প্রভা লেখেন, ‘ছোট্ট একটা অনুরোধ করি, নিজের সন্তানকে নিয়ে কখনও অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা করবেন না। এমনকি আপনার আপন ভাই-বোন, বাবা-মা বা ঘনিষ্ঠ কারও সাথেও না। একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে, যখন সে জানতে পারে তার বাবা-মা অন্যের কাছে তার সমালোচনা করে, নেগেটিভ কথা বলে, তাকে নিয়ে হতাশা প্রকাশ করে!’

তিনি উল্লেখ করেন, ‘আজ যার কাছে আপনি সন্তানের ব্যর্থতা নিয়ে দুঃখ করছেন, সেই মানুষটিও হয়তো নিজের সন্তান নিয়ে আরও বেশি হতাশ। কিন্তু সে কখনও তা প্রকাশ করে না, কারণ সে জানে নিজের সন্তানকে অন্যের সামনে ছোট করা এক ধরনের নির্মমতা।’

প্রভার মতে, প্রতিটি সন্তানই আলাদা, ভিন্ন স্বপ্ন ও চিন্তাধারার। বাবা-মায়ের ধারণার সঙ্গে না মিললেই তাকে ‘খারাপ’ বলা ঠিক নয়। তিনি বলেন, ‘প্রকাশ্যে নয়, অন্তরে অন্তরে সন্তানের পাশে থাকা উচিত। ভালোবাসা ও সম্মানের মাধ্যমে দিকনির্দেশনা দেওয়া উচিত।’