
বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত স্বপ্নের ঠিকানা অবশেষে বাস্তব রূপ পেয়েছে। মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা ওয়েস্টে প্রায় ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছয়তলা বিশিষ্ট এই রাজকীয় বাংলোটি এখন বসবাসের জন্য প্রস্তুত।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই বিশাল বাংলোটি রণবীর বা আলিয়ার নামে নয়, বরং তাদের একমাত্র কন্যা রাহা কাপুরের নামে নিবন্ধন করা হয়েছে। রণবীরের প্রয়াত দাদী কৃষ্ণা রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিলাসবহুল ভবনের নাম রাখা হয়েছে ‘কৃষ্ণা রাজ’।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আলিয়া ভাট তার শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে নতুন বাড়িটি পরিদর্শন করছেন। ফেরার পথে বউ-শাশুড়ির আবেগঘন আলিঙ্গন ক্যামেরায় ধরা পড়ে, যা মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
নান্দনিকভাবে নকশা করা এই বাংলোর ছাদজুড়ে রয়েছে সবুজ বাগান, বারান্দায় শোভা পাচ্ছে লতাগুল্ম ও শৈল্পিক সৌন্দর্য। পুরো ভবনের ধূসর রঙ একে দিয়েছে রাজকীয় অথচ মার্জিত এক আভিজাত্য।
রিপোর্ট অনুযায়ী, এই বাড়ির বাজারমূল্য প্রায় ২৫০ কোটি রুপি, যা মুম্বাইয়ের তারকাদের মধ্যে সবচেয়ে দামি আবাসন হিসেবে বিবেচিত হচ্ছে। শাহরুখ খানের ‘মান্নাত’ যেখানে প্রায় ২০০ কোটি রুপি, সেখানে রাহার এই ভবিষ্যৎ আস্তানা তার চেয়েও ৫০ কোটি বেশি দামের। অমিতাভ বচ্চনের ‘জলসা’র দাম প্রায় ১২০ কোটি রুপি।
Comments