Image description

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুসহ হতাহতের ঘটনায় পুরো দেশ শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় শোবিজ অঙ্গনের তারকারাও মর্মাহত। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি এমন ভয়ংকর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "মাইলস্টোন স্কুলে কালকের ভয়ংকর বিমান দুর্ঘটনায় কতগুলো নির্দোষ প্রাণ ঝরে গেল। ছোট ছোট শিশু, শিক্ষিকা, মা, পথচারী এক ঝলকে সব পুড়ে শেষ।"

এরপর ক্ষোভ জানিয়ে পিয়া লিখেছেন, "এই ভয়ংকর ঘটনার দায় কে নেবে? সরকার? বিমান কর্তৃপক্ষ? নাকি এয়ারলাইনস? নাকি এটাও অন্য অনেক ঘটনার মতো ধীরে ধীরে ভুলে যাবে সবাই? উত্তর দরকার। দায়িত্ব দরকার। নিরাপত্তা দরকার। শুধু আজকের জন্য না, আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যতের জন্য।"

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে, এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।