
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার (২১ জুলাই ) বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং অনেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, উৎসুক জনতা দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে জটলা পাকিয়ে ভিডিও ধারণ করছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাসরিফ খান।
নিজের ফেসবুক হ্যান্ডেলে তাসরিফ খান লিখেছেন, "একটা অসুস্থ জাতি, যেখানে লাশ মানেই রাজনীতি আর কনটেন্ট।" তার এই মন্তব্যের ঘরে নেটিজেনরা তাসরিফের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
গত সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান এবং স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয়েছে, সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে, যাদের বেশিরভাগই হতাহত হয়েছেন।
Comments