Image description

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবারকোন্ডা অনেক দিন বড়পর্দা থেকে দূরে ছিলেন। তবে চলতি মাসের শেষ দিকে আবার ফিরছেন তার নতুন সিনেমা ‘কিংডম’-এর মাধ্যমে। এ সিনেমায় বিজয় ছাড়াও আছেন ভাগ্যশ্রী ও সত্যদেব।

মুক্তির আগেই এ সিনেমার প্রচারে ব্যস্ত অভিনেতা। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে দুঃসংবাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো এ দক্ষিণী সুপারস্টারকে। একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অভিনেতা বিজয় দেবারকোন্ডা।

অভিনেতার পাশে রয়েছেন পরিবারের সদস্যরা। এ ছাড়া সিনেমার টিমের পক্ষ থেকেও নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন অভিনেতা।

গৌতম তিন্নানুরি পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিংডম’-এর পটভূমি নির্ধারিত হয়েছে স্বাধীনতা-উত্তর শ্রীলংকার সিংহলি-তামিল সংঘাত কেন্দ্র করে। শরণার্থী–সংকটকে ঘিরেই গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি।