
রাশিয়ার মস্কোতে শুরু হতে যাওয়া ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আন্তারিজ’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’। ৪ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে ৬ থেকে ১০ আগস্ট পর্যন্ত চলা উৎসবে।
নির্মাতা আদেল ইমাম অনুপের এটি প্রথম চলচ্চিত্র। তাঁর ভাষায়, ‘এটা আমার জন্য এক অনন্য সম্মান। সীমাবদ্ধতার মধ্যেও যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
সোল মেট মূলত এক জোড়া জুতার গল্প। কোনো মুখ দেখা না গেলেও কেবল পায়ের দৃশ্য ও ভয়েসওভারের মাধ্যমে গল্পটি বলা হয়েছে। ভয়েস দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল, শুটিংয়ে অংশ নেন কনক খন্দকার।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ২ হাজার ৪০০-এর বেশি জমা পড়া চলচ্চিত্রের মধ্যে ২৯টি দেশের ১০৪টি ছবিকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে সোল মেট একটি।
ছবিটির গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ ও রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী। চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন আসাদুজ্জামান আবীর এবং সহকারী ছিলেন ফজলে রাব্বী। সোল মেট-এর দুটি প্রদর্শনী ইতিমধ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
Comments