Image description

প্যারিসের মন্টমার্ত্রে। জায়গাটিতে মূলত শিল্প, সঙ্গীত আর প্রেম মিলেমিশে যেনো একাকার হয়ে আছে। এখানেই পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা স্যাক্রে-ক্যো গির্জার সামনে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ। কেউ ছবি তোলে, কেউ প্রার্থনায় মগ্ন, আর কেউ তালা খোঁজে-ভালোবাসার তালা। কারণ স্যাক্রে-ক্যো গির্জার সামনেই রয়েছে লোহার বেষ্টনি।

এখানেই আটকে আছে জংধরা কিংবা নতুন হাজারো রঙিন তালা। এর প্রতিটিতে লেখা কোনো না কোনো নাম-জুটির নাম।  সেই তালার ভেতরেই আবদ্ধ থাকে প্রতিশ্রুতি কিংবা দৃঢ় বন্ধন। প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীরা তাদের বন্ধনকে দৃঢ় করার প্রত্যাশায় এ তালা লাগিয়ে চাবি ছুড়ে ফেলেন সাইন নদীতে। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই সংষ্কৃতি বা বিশ্বাস।

সেখানে ঘুরতে গিয়েছেন ঢাকার শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার স্বামী আদনান আল রাজীব। সেখানে গিয়ে মেহজাবীনও নিজদের ভালোবাসাকে তালাবন্দি করে এলেন। এরই কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নিজের ফেসবুক । ক্যাপশনে লিখেছেন ‘লক’। 

মাস খানেক আগে ইউরোপে ঘুরতে গিয়েছিলেন মেহজাবীন। স্বামী আদনান আল রাজীব ‘আলী’ সিনেমা নিয়ে আগেই গিয়েছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। এই উৎসব শেষে করেই মেহজাবীনকে নিয়ে বের হোন ইউরোপ ট্যুরে।