Image description

সিনেমা হলে রীতিমতো ঝড় তুলেছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘তান্ডব’। তবে প্রিমিয়ার কিংবা স্পেশাল শো ব্যতীত সিনেমা মুক্তির সময় কখনোই প্রেক্ষাগৃহে যান না এ নায়ক। ভক্তরাই বরং তাঁর সিনেমা নিয়ে মাতামাতি করেন।

এবারও এর ব্যতিক্রম ঘটেনি। সিনেমা মুক্তির আবহে পারিবারিক কাজে ব্যস্ত সময় পার করতে দেখা গেল শাকিবকে। এরই মধ্যে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে শপিং করে বের হচ্ছেন শাকিব খান ও তাঁর প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।

ভিডিওতে দেখা যাচ্ছে, শাকিব মুখে মাস্ক পরে ছেলেকে সঙ্গে নিয়ে একটি শপিং মল থেকে বের হয়ে গাড়িতে উঠছেন, সঙ্গে রয়েছেন অপু। একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন তাঁরা। গাড়ির সামনের আসনে শাকিবের সঙ্গে বসে ছেলে জয়। পেছনে ওঠেন অপু বিশ্বাস। জয়ের হাতে ছিল একটি ব্যাগ। এ সময় ভক্তরা ভিডিও করতে শুরু করলে দ্রুত গাড়িতে উঠেন শাকিব। 

এদিকে, নতুন এই ভিডিও সামনে আসতেই অনেকে প্রশ্ন করছেন তবে কি এই দু’জন ফের এক হচ্ছেন? তবে এ প্রশ্নের উত্তর মেলেনি!