
বিশ্ব বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘গুচি’ এই প্রথম শাড়ি ডিজাইন করেছে। আর এই প্রথম গুচি শাড়িটি গায়ে জড়িয়ে ইতিহাসে নাম লেখালেন আলিয়া ভাট। মূলত আলিয়ার কথা চিন্তা করেই শাড়িটি ডিজাইন করেছে গুচি’র মতো স্বনামধন্য ব্র্যান্ড। কারণ আলিয়া তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি ফ্রান্সের বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড ল’রিয়েলেরও গ্লোবাল অ্যাম্বাসেডর।
ল’রিয়েলের হয়ে আলিয়া কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার অংশ নিয়েছেন। আর সেখানে তিনি ‘গুচি’র এ বিশেষ শাড়িটি পরেছেন। এদিন কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন আলিয়া। ন্যুড বেসের ওপরে ল্যাটিস ডিজাইনে সোয়ার্ভস্কি ক্রিস্টালে মোড়ানো এই শাড়িটিতে অপ্সরীর মতো লাগছে আলিয়াকে কান-এর রেড কার্পেটে। ফ্যাশন অ্যাক্সেসরিজের সেরা দোকান।
গুচির ইতিহাসে এই প্রথম শাড়ির সিলোয়েটে পোশাক তৈরি করল ব্র্যান্ডটি। রাজকীয় ভঙ্গিমায় এ গুচি শাড়িতে কান-এর সমাপনী দিনটি নিজের করে নিয়েছেন আলিয়া ভাট। এখানে ন্যুড বেস ব্যবহার করা হয়েছে টপ ও স্কার্টের অংশে। সঙ্গে শাড়ির আঁচলের মতো আছে লম্বা ড্রেপ। সম্পূর্ণ সোয়ারভস্কি ক্রিস্টালে মোড়ানো এখানে আলিয়া।
ল্যাটিস প্যাটার্নে বসানো হয়েছে এই ক্রিস্টালগুলো। সঙ্গে চোখে পড়ছে গুচির আদ্যক্ষর। খোলা চুলে হালকা মেকওভার আর কানে গলায় মিনিমাল গয়না পরেছেন আলিয়া। সব মিলিয়ে এর চেয়ে রাজসিক আর কিছু হতে পারে না রেড কার্পেট লুকে।
Comments