
বাংলা চলচ্চিত্রের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি। একাধিক জাতীয় পপি নায়িক পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন সব কিছু থেকে। তবে সম্প্রতি পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ এনে প্রকাশ্যে আসেন।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে। যেখানে তিনি মন্তব্য করেছেন যে চলচ্চিত্র করার কারণে তার অনেক বদনাম হয়েছে। তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী, সন্তান ও সংসার নিয়েই থাকতে চান।
পপির এমন মন্তব্যে বেশ চটেছেন তার প্রথম সিনেমার নায়ক ওমর সানী। তিনি বলেন, পপি যদি এই মন্তব্য করে থাকে তাহলে আমি তাকে স্টুপিড (বোকা) বলব। আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। সে এইভাবে যদি বলে থাকে তাহলে আমি বলব, সে অবশ্যই নিজেকে ছোট করেছে।
কুলি খ্যাত এই নায়ক ওমর সানী আরও বলেন, পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি? যে সিনেমা নিয়ে এইসব কথা বলবে! পপি নায়িকা না হলে কে চিনত? তার স্বামী বিয়েও করত না। ও মন্তব্যটি করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব তাকে এই সব আবেগি, ফাজলামো কথা না বলতে। ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে। আর হ্যাঁ, সুসময় না হোক খারাপ সময় আমাকে ডাকলে অবশ্যই তার পাশে আমাকে পাবে সে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক অর্জন করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।
Comments