
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র্যাপ মেটাল ব্যান্ড ‘ড্রপআউট কিংস’র প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীতশিল্পী অ্যাডাম র্যামি আত্মহত্যা করেছেন। গত ১৯ মে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৩১ বছর। স্ত্রী জেমি এবং ১৮ মাসের ছেলে জুডকে রেখে গেছেন এই সংগীতশিল্পী। যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন পিপল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে তথ্যটি।
এ তারকার মৃত্যুতে ব্যান্ড থেকে কয়েকটি ছবি পোস্ট করে বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের ভাই অ্যাডাম র্যামি মারা গেছেন। তার আবেগ, শক্তি ও সংগীতের প্রতি ভালোবাসা ড্রপআউট কিংসকে প্রতিষ্ঠিতভাবে গড়ে তুলেছিল এবং অসংখ্য জীবনকে স্পর্শ করেছিল।
ব্যান্ড থেকে আরও বলা হয়, জীবন এমনভাবে আসে যা আপনি কখনোই ভবিষ্যৎদ্বাণী করতে পারবেন না। আপনার ভাই ও বন্ধুদের সঙ্গে স্বপ্নের পেছনে ছুটে চলা এবং তা বাস্তবায়নে রোলারকোস্টার হওয়া, এটি এমন আনন্দ যা খুব কম মানুষই প্রকৃত অর্থে জানতে পারেন। আর ড্রপআউট কিংস হিসেবে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা অত্যন্ত ধন্য হয়েছি। এখনো আমরা আশা করতে পারি না যে, সবকিছু আমাদের স্বপ্নের মতো চলবে এবং বুঝতে পারি না যে, বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে প্রতিটি মুহূর্ত কতটা বিশেষ, যতক্ষণ না মুহূর্তগুলো স্মৃতিতে পরিণত হয়।
এদিকে গো ফান্ড মি থেকে জানানো হয়, ‘নেশার সঙ্গে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক লড়াইয়ের পর আত্মহত্যা করেছেন অ্যাডাম র্যামি।
তিনি বলেন, অ্যাডাম র্যামি তার ৩২তম জন্মদিনের পাঁচদিন আগে মারা গেছেন। তিনি কেবল আমার দুলাভাই ছিলেন না, আমার কাছে একজন আপন ভাইয়ের মতো ছিলেন। আমার খারাপ সময়ে তিনি পাশে দাঁড়িয়েছিলেন এবং সর্বদা প্রিয় মানুষদের পাশে ছিলেন।
বলে রাখা ভালো অ্যাডামের ‘ড্রপআউট কিংস’ ব্যান্ডটি এ পর্যন্ত চারটি অ্যালবাম প্রকাশ করেছে। এগুলো হলো ‘অডিওডোপ’, ‘গ্লিচগ্যাং’, ‘রায়ট মিউজিক’, ‘পয়জন রান’। এরমধ্যে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ পায় ‘পয়জন রান’অ্যালবামটি।
Comments