
ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরীর রূপে কুপোকাত হয়েছেন অনেকে। অভিনেত্রীর সামাজিক মাধ্যমের পাতা ঘাটলেই অবশ্য তা স্পষ্ট।
খোলামেলা অবতারে ঋতাভরী এতদিন যে ভক্তদের কাবু করে এসেছেন, তা বলার বাকি রাখে না। এদিকে এগিয়ে আসছে অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায়ও! একাধিক প্রেমে নাম জড়ানোর পর অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী। বাগদান সেরেছেন, হবু স্বামীকে পরিচয়ও করিয়ে দিয়েছেন।
কিন্তু বিয়েকে সামনে রেখেই কি এবার নিজেকে নতুনভাবে ভাবতে শুরু করলেন ঋতাভরী? এক উপলব্ধির কথা জানিয়ে ঋতাভরী বললেন, নিজেকে দিয়ে নাকি আর কাউকে ইমপ্রেস করাবেন না কাউকে!
সম্প্রতি মাসাবা গুপ্তার শাড়িতে নিজেকে সাজান ঋতাভরী। সেই ছবির ক্যাপশনেই নিজের বর্তমান জীবনদর্শনই যেন উজাড় করে দিলেন!
অভিনেত্রী লিখেছেন, ‘আমি বর্তমানে জীবনের সেই জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে আর কাউকে ইমপ্রেস করতে চাই না। বরং ভেতর থেকে শান্তি অনুভব করা আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আমার কাছে এটাই বেশি প্রাধান্য পায়। আমি এখন পাত্তা দিই না যে ফ্যাশন ট্রেন্ড কী, কী চলছে আর কী চলছে না?’
বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে ২০১৭ সালে বন্ধুত্ব হয় ঋতাভরীর। সিনেমার কাজের সূত্রে বহু দেখা সাক্ষাৎ, সে থেকেই প্রেম। তাকেই সামনে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী। যদিও এর মাঝে শোনা গিয়েছিল, পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গেও নাকি একসময় প্রেম ছিল ঋতাভরীর।
Comments