
মা দিবসের দিনে জোড়া পায়ের ছবি প্রকাশ্যে এনে ভক্তদের তাক লাগিয়ে দেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। আবেগাপ্লুত হয়ে জানান, এবার মা দিবসটি তার কাছে বিশেষ; কারণ, এদিন যমজ সন্তানের মা হয়েছেন এই নায়িকা।
সারা বিশ্বে সকল সন্তানেরা যখন মা দিবস উদযাপন করছিল, তখন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড যমজ সন্তানের মা হওয়ার খবরটি জানানোর প্রতীক্ষায় ছিলেন। সঙ্গে জানান, ২০২৫ সালের মা দিবস কখনো ভুলতে পারবেন না তিনি। প্রথম সন্তান ওনাঘ এর জন্মের সময় যেমন খুশি হয়েছিলেন, আরও দুই সন্তান হওয়ার পর এখন তিনগুণ খুশি অভিনেত্রী।
কিন্তু তার যমজ সন্তানের খবর প্রকাশ্যে আসতেই নতুন আলোচনা অভিনেত্রীর সন্তানের বাবার পরিচয় নিয়ে। অ্যাম্বারের প্রথম সন্তান ওনাঘ এর জন্ম হয়েছিল সারোগেসির মাধ্যমে। কিন্তু তার যমজ সন্তানের বাবা কে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
বলে রাখা ভালো, সন্তান জন্মদানের চেয়ে এই হলিউড অভিনেত্রীর প্রেমজীবন ছিল সর্বোচ্চ চর্চায়। কারণ তার ছিল একাধিক প্রেম। হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে অ্যাম্বারের সংসারে ভাঙন ধরতেই বিশ্বের শীর্ষ ধনকুবেরে ইলন মাস্কের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। এরপর তাদের ডেট করার দৃশ্যও প্রকাশ্যে আসে। যদিও মাস্ক দাবি করেছিলেন, তারা শুধু একটি বন্ধুত্বের সম্পর্কের মাঝেই ছিলেন।
Comments