
নিউইয়র্কের মেট গালার লাল গালিচায় প্রথমবারের মতো পা রাখলেন বলিউডের বাদশা শাহরুখ খান। গায়ে ছিল সব্যসাচীর নকশা করা কালো রাজকীয় পোশাক, গলায় চেন আর গয়না, হাতে ঝকঝকে ছড়ি, সব মিলিয়ে যেন মোহময় এক উপস্থাপনা।
সোমবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ফ্যাশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান, মেট গালা। আর সেখানেই অভিষেক হলো শাহরুখ খানের। প্রথমবার মেট গালার সিঁড়িতে পা দিয়েই যেন ঝড় তুললেন এই বলিউড সুপারস্টার। পোশাক, গয়না, ভঙ্গিমা, সবকিছুতেই ছিল অনবদ্য সৌন্দর্য আর আত্মবিশ্বাসের ছাপ।
বিশেষ এই রাতে শাহরুখের পরনে ছিল ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জীর ডিজাইন করা কালো রঙের একটি ক্লাসিক টেইলকোট। তার সঙ্গে ছিল উচ্চ কোমরযুক্ত প্যান্ট আর কালো শার্ট। পুরো পোশাকেই ছিল সূক্ষ্ম কারুকাজ। যার প্রতিটি সেলাইয়ে যেন মিশে ছিল রাজকীয় ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণ।
Comments