Image description

সোশ্যাল মিডিয়ার এই যুগে নানানভাবে ফেইক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার শিকার হন অনেক তারকারা। এবার তেমনই এক অভিজ্ঞতা হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের। কোনো এক প্রতারক তার নাম ও ছবি ব্যবহার করে একটি ডেটিং অ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন। 

সম্প্রতি বুশরা নামের এক তরুণী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানান, জনপ্রিয় ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এ পলাশের নামে একটি ভেরিফায়েড প্রোফাইল দেখা গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বাম্বলে কোনো প্রোফাইল ভেরিফাই করতে ফেস আইডি মিলিয়ে নিতে হয়, যা পুরো বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বুশরা জানান, তিনি বিষয়টি পলাশকে জানানোর পর অভিনেতা নিশ্চিত করেন, এটি সম্পূর্ণ ভুয়া এবং তিনি কখনোই কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করেননি।

ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়াউল হক পলাশ নিজের ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্লিজ সাবধান। এসব ফেক প্রোফাইল দিয়ে কেউ প্রতারিত হবেন না। আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না।’