
বিশ্ববাজারে তেলের চাহিদা ও দাম নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যে তেল উৎপাদক দেশগুলোর জোট ওপেক প্লাস একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তারা ঘোষণা করেছে যে, আগস্ট মাস থেকে দৈনিক ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানো হবে। খবর রয়টার্স ও ব্লুমবার্গ
বিশ্বে মোট তেলের প্রায় অর্ধেক সরবরাহ করে এমন এই জোটটি ২০২২ সাল থেকে উৎপাদন কমিয়ে রাখলেও ২০২৪ সালের শুরু থেকে সেই সিদ্ধান্ত বদলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের চাপ এবং বাজারে প্রতিদ্বন্দ্বিতা বাড়ায়, এবার উৎপাদন বাড়ানোর দিকে ঝুঁকেছে তারা।
আগস্ট মাসের এই বৃদ্ধির অংশীদার হচ্ছে সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, ইরাক, কাজাখস্তান ও আলজেরিয়া। এপ্রিল থেকে এই আট দেশ মিলে ইতোমধ্যে ১৯ লাখ ব্যারেলের বেশি উৎপাদন বৃদ্ধি করেছে। বাকি আছে মাত্র ২.৮ লাখ ব্যারেল।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতকে আলাদাভাবে আরও ৩ লাখ ব্যারেল উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে।
জানা গেছে, বিশ্ববাজারে তেলের মজুত কমে আসা, অর্থনীতির স্থিতিশীল ধারা এবং বাজারের চাহিদা বাড়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস।
তবে, জোটের ভেতরে মতবিরোধও রয়েছে। কাজাখস্তান ও ইরাক উৎপাদন সীমার বাইরে চলে যাওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে অন্য সদস্যদের মধ্যে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে, তবে দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব পড়বে বলেও আশঙ্কা রয়েছে। আগামী ৩ আগস্ট আবার বৈঠকে বসবে ওপেক প্লাস জোট। যেখানে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
Comments