Image description

ঢালাও দরপতনে শেয়ার বাজারের সূচক ও লেনদেন তলানিতে নেমেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ৫৮ দশমিক পাঁচ আট পয়েন্ট। লেনদেন আজও ২০০ কোটির ঘরে। এ সময় দর হারিয়েছে ৮০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৩৭ দশমিক চার ছয় পয়েন্ট।

আজ বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক বাড়ে ১৯ পয়েন্ট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৫৮ দশমিক পাঁচ আট পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে।

সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয় ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২ কোটি ৬৭ লাখ টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ৩১৭টি এবং অপরিবর্তিত ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে বারাকা পতেঙ্গা পাওয়ার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৩৭ দশমিক চার ছয় পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৭৭ পয়েন্টে। লেনদেন ১০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।