Image description

নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাড়ি বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহবান জানিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ভাড়াটিয়া ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজিচালিত অটোরিকশায় মাইকে ঘোষণা দিচ্ছেন- পরিচিত ভাড়াটিয়া না হলে এবং সঠিক কাগজপত্র ছাড়া কাউকে যেন বাসা ভাড়া দেওয়া না হয়। 

একই সঙ্গে তিনি নিষিদ্ধ কোনো দলের নেতাকর্মীদের কাউকে বাড়ি ভাড়া না দেওয়ার আহবান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, নির্দেশনা অমান্য করলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণার শেষ অংশে তাকে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করতে শোনা যায়।

মাইকিং করা ওই যুবকের নাম পারভেজ। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় সাধারণ ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই আশঙ্কা করছেন, প্রশাসনের নামে তাদের ওপরও এমন চাপ সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মাইকিংয়ে ‘আওয়ামী লীগ’ নাম আসায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এটি পরে সংশোধন করা হয়েছে। আসলে সরকারঘোষিত সব নিষিদ্ধ সংগঠনকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে নয়।