Image description

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্য দেওয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে নানা শ্রেণী পেশার মানুষ।বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাস টার্মিনালে এ কর্মসূচীর আয়োজন করে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীরা। 

এতে ব্যানার ফেস্টুন নিয়ে জমির মালিক, ব্যবসায়ী ও স্থানীয়রাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের ২০২২ সালের মৌজা মুল্য দেওয়া হচ্ছে। যেসব জমির দাম প্রতি শতাংশ ১০ লাখ টাকা, সেই জমির দাম দেওয়া হচ্ছে ২ লাখ টাকা করে। এছাড়াও একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পুর্ণ ক্ষতিপুরণ না দিয়ে, আংশিক দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই মালিক ও ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবীতে এই মানববন্ধন।

মানববন্ধন শেষে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করা হয়। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সকল রুটের যান চলাচল। প্রায় ১ ঘন্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দিয়ে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।