Image description

হবিগঞ্জের লাখাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চোখে এখনো সেই দুঃস্বপ্নের ছাপ। গত ১১ সেপ্টেম্বর রাতে ভয়াল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ১১টি দোকান, যেখানে কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি হয়। বাজারের ইতিহাসে এমন বড় অগ্নিকাণ্ড আগে কখনো ঘটেনি। কিন্তু এই ধ্বংসযজ্ঞের মাঝেও ব্যবসায়ীরা নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।

আগুনে সবকিছু হারিয়েও দমে যাননি হোমিওপ্যাথিক চিকিৎসক ও সাংবাদিক আশীষ দাশগুপ্ত। তার ফার্মেসীটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পর, অগ্নিকাণ্ডের ছয় দিন পর তিনি লাখাই বাজারের হাজী শহিদুল হকের পুকুর পাড়ে একটি ছোট ঘরে আবারও তার ব্যবসা শুরু করেছেন। তার নতুন দোকানে এখন কয়েকটি মাত্র ঔষধের বোতল। এই সামান্য পুঁজি নিয়েই তিনি আবার স্বপ্ন বুনছেন।

আশীষ দাশগুপ্তের এই উদ্যোগ লাখাইয়ের অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাদের চোখের জল আর আহাজারির মাঝেও আবারও সেই ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচানোর অদম্য চেষ্টা লক্ষণীয়। এক সপ্তাহ আগেও যেখানে তাদের দোকানে লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল, এখন সেখানে সামান্য কিছু জিনিস দিয়ে নতুন করে পথচলা শুরু করতে হচ্ছে।

এই অগ্নিকাণ্ডে ১১ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ব্যবসায়ীদের এই ঘুরে দাঁড়ানোর গল্প লাখাইয়ের মানুষের কাছে এক নতুন আশার আলো। তারা প্রমাণ করছেন, আগুন হয়তো তাদের সম্পদ পুড়িয়ে দিতে পারে, কিন্তু তাদের মনোবল ও দৃঢ় ইচ্ছাকে কোনোভাবেই পরাজিত করতে পারে না।