মানবকণ্ঠে সংবাদ প্রকাশের পর রায়গঞ্জে অভিযুক্ত ডিলারের কার্যক্রম স্থগিত

দৈনিক মানবকণ্ঠে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির একটি ডিলারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির এ নির্দেশ দেন।
সোমবার দুপুরে ভুক্তভোগীরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের ভিত্তিতে ইউএনও অভিযুক্ত ডিলারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার পাশাপাশি পার্শ্ববর্তী ডিলারের মাধ্যমে এক মাসের চাল বিতরণের নির্দেশ দেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিরাজুল হক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি অভিযুক্ত ডিলারকে জানানো হয়েছে।
ইউএনও মো. হুমায়ুন কবির জানান, “অভিযোগের ভিত্তিতে ডিলারের কার্যক্রম সাময়িকভাবে এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে অভিযুক্ত ডিলারকে বাতিলের দাবিতে ভুক্তভোগীরা বিক্ষোভ সমাবেশ করেন। বিষয়টি নিয়ে গত রবিবার (১৩ সেপ্টেম্বর) দৈনিক মানবকণ্ঠের প্রিন্ট সংস্করণে “অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ: খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বাতিলের দাবিতে বিক্ষোভ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর স্থানীয় সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মেসার্স মমতা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. মমতা বেগম এক সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করেন। এ ঘটনায় রায়গঞ্জের সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ ভুক্তভোগীদের মধ্যে স্বস্তির সাথে সাথে তদন্তের ফলাফলের প্রত্যাশা জাগিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ডিলারের কার্যক্রম পুনরায় শুরু হবে কি না, তা নিয়ে স্থানীয়দের দৃষ্টি রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির এমন অভিযোগগুলো স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলে ধরেছে।
Comments