Image description

কুমিল্লার নাঙ্গলকোটে আট বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফজলুল করিম নামের এক মুদি দোকানীর বিরুদ্ধে। উপজেলার লক্ষীপদুয়া গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল শুক্রবার অভিযুক্ত ফজলুল করিমকে আটক করআদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।  

জানা গেছে, ভিকটিম শিশুটি রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ফজলুল করিমের মুদি দোকানে মুড়ি কিনতে যায়। এসময় আশ-পাশে কেউ না থাকায় শিশুটিকে দোকানের ভিতর নিয়ে গায়ে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় ফজলু। পরে শিশুটি ছাড়া পেয়ে দৌঁড়ে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।

এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফজলুল করিমকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

থানার ওসি এ,কে ফজলুল হক বলেন, আট বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।