Image description

কুমিল্লা লালমাই উপজেলার পেরুল এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে পুলিশ।

লাকসাম রেলওয়ে থানা'র অফিসার ইনচার্জ(ওসি) জসিম উদ্দিন প্রতিবেদককে জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টায় এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থল পেরুল উত্তর পাড়ায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনটির পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৩৫ হবে। 

নিহত অজ্ঞাতনামা যুবকের মাথার ডান পাশে রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ প্রতিবেদক'কে আরো জানান, আমরা মৃত অজ্ঞাতনামা যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য যুবকের লাশটি প্রেরণ করা হবে। অজ্ঞাতনামা যুবকের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।

তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।