Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে রিয়া অটো রাইস মিলের পরিবেশগত ছাড়পত্র বাতিল এবং ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন করে ভুক্তভোগী ও এলাকাবাসী।

মানববন্ধনে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো. রুবেল হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত কৃষক এস এম সোহাগ সরকার। 

এ সময় তিনি অভিযোগ করে বলেন, এ বিষয়ে আমরা ভুক্তভোগীরা ৩ বছর ধরে নানা বিষয়ে অভিযোগ দাখিল করে আসছি। কিন্তু  প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে মিল কর্তৃপক্ষ অবৈধভাবে কার্যক্রম চালিয়েই যাচ্ছে। অথচ আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় রাইস মিল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও উপজেলা প্রশাসন শুনানির নামে নাকট চালিয়ে যাচ্ছে। 

এ সময় অবিলম্বে রিয়া অটো রাইস মিল বন্ধ ও ফসলি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। মানববন্ধন শেষে উপস্থিত প্রায় শতাধিক নারী পুরুষ মিলটি বন্ধ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণের দাবিতে এক বিক্ষোভ করেন।