Image description

রাঙ্গামাটি জেলা প্রশাসনের অন্যতম বৃহৎ উদ্যোগ " রাঙ্গামাটি ফাউন্ডেশন " কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা জন্য আর্থিক অনুদান বিষয়ক কাপ্তাইয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ কিন্নরী তে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, হেডম্যান এবং ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন। কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র  অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন। 

এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব, কাপ্তাই থানার সেকেন্ড অফিসার সাইমুল ইসলাম, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, সাংবাদিক  ঝুলন দত্ত। 

সভায় রাঙামাটি জেলা প্রশাসনের রাঙ্গামাটি ফাউন্ডেশন কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য আর্থিক অনুদানের বৃহৎ উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষালাভে সুযোগ পাবে। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যাতে আর্থিক অভাবের কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই যাচাই বাছাই করে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। এই অনুদান অস্বচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী করে তুলবে বলে আশা করছি।