ভ্রাম্যমান আদালত ও বিজিবি অভিযানে ৩০ টি ভারতীয় মহিষ আটক; ১ জনের কারাদণ্ড

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট সেক্টরের অধীন সিলেট ৪৮ বিজিবি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২৬ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২ টার দিকে বিজিবির বিশেষ অভিযানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ টি মহিষ আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনস্ত তামাবিল ও সংগ্রাম বিওপি সদস্যরা রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট সীমান্তবর্তী সারীঘাট এলাকা থেকে ভারতীয় ২৬ টি মহিষ আটক করে।
অপরদিকে রাত ১টার দিকে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিআই (পিকাপ)গাড়ীতে ৪ টি ভারতীয় মহিষসহ গাড়ীর চালক মো. দেলওয়ার হোসেনকে আটক করে। আটককৃত চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী চালানোর অপরাধে ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আটককৃত গাড়ীটি ডাম্পিং এর জন্য থানা পুলিশের জিম্মায় ও গাড়িতে থাকা ৪ টি মহিষ বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।এ নিয়ে একই রাতে বিজিবি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩০ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।
গোয়াইনঘাট সহকারী কমিশনার( ভূমি) ওমর ফারুক মানবকন্ঠকে বলেন, রোববার রাত ১ টার দিকে ডিআই পিকআপে করে ভারতীয় ৪ টি মহিষ নিয়ে যাওয়ার পথে গাড়ির চালক কে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির চালক কে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আটককৃত গাড়ীটি ডাম্পিং এর জন্য থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে। গাড়িতে থাকা ভারতীয় ৪ টি মহিষ বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক মানবকন্ঠকে বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ২৬ টি মহিষ আটক করা হয়েছে। বিধিমোতাবেক আটককৃত মহিষের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Comments