Image description

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জামসহ বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ১৯৯ রাউন্ড গুলি এবং ১৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে একটি দল লেলাং ইউনিয়নের গোপালঘাটা ও নোয়া হাট এলাকায় অভিযান পরিচালনা করে। দলটি প্রথমে নোয়া হাট এলাকার বাসিন্দা মোঃ সেলিমের বাড়িতে তল্লাশি চালায়, তবে সেখানে কিছু পাওয়া যায়নি। এরপর দলটি গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির বাসিন্দা বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশি অভিযানে বখতিয়ারের ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়।