Image description

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ বিএমটিএফ আর্মি ফার্মা মাঠে আয়োজিতব্য মেলা ও লটারির নামে জুয়ার বিরুদ্ধে জেলা প্রশাসক ও গাজীপুর মেট্রো পুলিশ কমিশনারের নিকট নিকট এলাকাবাসী স্মারকলিপি প্রদান করেছেন। এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটায়, জনদুর্ভোগ বাড়ায় এবং সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এর আগে একই স্থানে অনুরূপ মেলা অনুষ্ঠিত হলে স্থানীয় জনগণ ভয়াবহ যানজট, শব্দদূষণ ও নিরাপত্তাহীনতার শিকার হয়েছিল। বিশেষ করে লটারির নামে প্রকাশ্যে জুয়া চলার কারণে বহু মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েন, অনেক পরিবারে অশান্তি দেখা দেয়। এ ছাড়া অসংখ্য শিক্ষার্থী ও চাকরিজীবীর স্বাভাবিক চলাচল ব্যাহত হয়, শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ চরম দুর্ভোগে পড়ে।

এলাকাবাসী স্মারকলিপিতে কয়েকটি দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও কার্যক্রমের সময় বিবেচনায় নিয়ে মেলার সময়সীমা সীমিত রাখা, লটারির নামে কোনো প্রকার জুয়া নিষিদ্ধ করা, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অতিরিক্ত শব্দদূষণ বন্ধ করা ও নামাজের সময় শব্দ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা, এবং কোনো প্রকার অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠান না করার নিশ্চয়তা দেওয়া।

তারা বলেন, এসব পদক্ষেপ না নিলে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হবে এবং ভবিষ্যতে সামাজিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হবে। এ কারণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর মেট্রো পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 

এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন, আহমেদ সাদিকুর রহমান, গাজিয়া আবু বকর, রফিকুল আলম, মহাব্বত খান, আজিজুল হক মিঠু প্রমুখ