Image description

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ১৪ বছর আগে সংঘটিত আবদু শুক্কুর নামে এক ব্যক্তি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আহম্মদ মিয়া (৪৯) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

গত রোববার (৩১ আগস্ট) দুপুর কক্সবাজারের উখিয়া এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আহম্মদ মিয়া উপজেলার চাতরী ইউনিয়নের পশ্চিম সিংহরা এলাকার খাইরুজ্জামানের ছেলে।

আনোয়ারা থানা পুলিশ জানায়, চাতরী সিংহরা এলাকায় ১৪ বছর আগে সংঘটিত আবদু শুক্কুর হত্যা মামলায় গত ৪ আগস্ট তার তিনভাইসহ পাঁচজন আসামিকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিনজনকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থেকে সাজা পরোয়ানামূলে কারাগারে যান। তবে আহম্মদ মিয়া, মো. রফিক ও মো. সোলায়মান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। থানার উপ পরিদর্শক শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) নুরুল আবছারসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলায় অভিযান চালিয়ে আহম্মদ মিয়াকে গ্রেপ্তার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন গ্রেপ্তারকৃত আহম্মদ মিয়া। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’