
মাদারীপুরের শিবচরে নাড়িকেল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আব্দুল হক মুন্সি (৪৪) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার সকালে শিবচরের উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক মুন্সি একই এলাকার মোতাহার মুন্সির ছেলে। তিনি এলাকার বিভিন্ন বাড়ির নারকেল গাছ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন পাশাপাশি গাছ থেকে নারকেল পাড়তেন।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের এক নাড়িকেল গাছে উঠেন আব্দুল হক মুন্সি। গাছ পরিস্কারের সময় পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের তার আব্দুলের হাতে স্পর্শ হয়। মুহুর্তেই তিনি গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিলে অবস্থার অবনতি হয় তার। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন চিকিৎসক। মাঝপথেই মৃত্যু হয় আব্দুল হক মুন্সির।
প্রতিবেশী রিপন মাতুব্বর বলেন, ‘আব্দুল হক মুন্সি ভ্যান চালিয়ে জীবিকা সংসার চালাতেন। পাশাপাশি টাকার বিনিময়ে এলাকার নারকেল গাছের ডালপালা কেটে পরিস্কার ও নাড়িকেল পাড়তেন। সকালে বাড়ির পাশে নাড়িকেল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়।’
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
Comments