
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু মুখােমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী বরকত আলি (৫৫) নিহত হয়েছে। নিহত বরকত আলি দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত বুদাে মোল্লার ছেলে ও হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
রােববার সকাল ১০টার দিকে উপজেলার মোক্তারপুর মোল্লা বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা সদর ইউপির সদস্য হাসান আলি জানান, বরকত আলি সকালে কার্পাসডাঙ্গায় বাজার করে ইজিবাইকযােগে বাড়ী ফিরছিল। এসময় সকাল ১০টার দিকে ইজিবাইকটি মোক্তারপুর মোল্লা বাজার নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি স্যালাইঞ্জিন চালিত অবৈধ যান আলমসাধুর সাথে মুখােমুখি ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় ও বরকত আলি পিচ সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থালেই মারা যায়।
দামুড়হুদা মডল থানার এসআই মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানাে হয়েছে। এখনাে কেউ কােনো অভিযােগ করেনি। অভিযােগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Comments