
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। রোববার (৩১ আগস্ট) দুপুরে রামপট্টি এলাকায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
নেতাকর্মীরা মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন, ফলে প্রায় হাজারখানেক যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সমাবেশে বক্তারা জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বক্তৃতা দেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজন মৃধা, আশিক হাওলাদার, আল আমিন হাওলাদার, জুয়েল আকন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম আকাশ, জাহিদুল ইসলাম রিয়াদ, ইয়াসিন আরাফাত, ছাত্র অধিকার পরিষদের আল আমিন ও আরিফিন ইসলাম নাদিম।
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে নুরুল হক নুর গুরুতর আহত হন। দলীয় নেতাকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেন।
Comments