Image description

গাজীপুর মহানগরীর টঙ্গীতে জাভান হোটেল কর্তৃপক্ষের হামলায় চার অতিথি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার জাভান হোটেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোহাম্মদ আজাদ (৩২), রিমন আহমেদ (৩২), শুভ (২৮) ও দীপু (২৯)। এর মধ্যে রিমন আহমেদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চিলাউড়া গ্রামের বাসিন্দা এবং রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ‘লিগ্যাল সলিউশন বিডি’ প্রতিষ্ঠানের কর্মকর্তা।

অভিযোগে বলা হয়, ভোর সাড়ে ৫টার দিকে তারা জাভান হোটেলে নাস্তা খেতে গেলে শুরুতে বসতে বলা হয়। খাবার পরিবেশনে বিলম্ব হওয়ায় দ্রুত পরিবেশনের অনুরোধ করলে হোটেল কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হোটেলের পরিচালক সায়মন (৪০), বার এ্যারেঞ্জার রুমান (৩২) ও রিপন (২৯) লোহার রড, হকিস্টিক ও কাঠের রুল দিয়ে এলোপাথাড়ি মারধর চালায়। এতে ভুক্তভোগীরা গুরুতর আহত হন এবং তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

পরে আহতদের শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে আজাদ ও রিমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

তবে অভিযুক্ত জাভান হোটেলের পরিচালক সায়মন অভিযোগ অস্বীকার করে বলেন,ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তারা বারে প্রবেশ করতে না পেরে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পথচারী আহত হয়ে স্থানীয়দের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেল কর্মীরা জড়িত নয়।

অন্যদিকে আহত মোহাম্মদ আজাদ বলেন,আমরা নির্দোষ হয়েও পরিকল্পিতভাবে হামলার শিকার হয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনুক।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।