Image description

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জামতলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পাকা সীমানা প্রাচীর নির্মানে বাঁধা ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। 

জানা যায়, শুক্রবার বিকেলে মোস্তাফিজুর রহমান তার পৈত্রিক জমিতে সীমানা প্রাচীর নির্মানের কাজ করতে গেলে প্রতিপক্ষ ইমারত বেপারী ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাজে বাঁধা প্রদান করে গালিগালাজ করে এবং বাড়ি-ঘর ভাংচুর করে। 

ভুক্তভোগীর অভিযোগ, জমির সকল দলিল ও কাগজপত্র ঠিক থাকার পরেও তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তার এবং তার পরিবারকে খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।