Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ব্যতিক্রমী উদ্যোগে ফুটবলার নিলামের আয়োজন করেছে চান্দাইকোনা ফুটবল লিগ (সিএফএল)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় শতাধিক স্থানীয় ফুটবলারকে নিলামে তোলা হয়, যেখানে পাঁচটি দলের ম্যানেজাররা সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন। আগামী ৩১ আগস্ট হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ মাঠে শুরু হবে এই টুর্নামেন্ট।

চান্দাইকোনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নিয়মিত ফুটবল খেলা শতাধিক খেলোয়াড়কে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ভাগ করে নিলামে তোলা হয়। অংশ নেয় চান্দাইকোনা একতা জুনিয়র ক্লাব, চান্দাইকোনা বন্ধু ক্লাব, এফসি ফ্রেন্ডস ক্লাব, স্টার ভয়েজ ক্লাব ও ইয়াং স্টার ক্লাব। প্রতিটি দলে থাকবে ১৫ জন খেলোয়াড়, নিলাম মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ থেকে ১৫ হাজার টাকা।

অনুষ্ঠানের অতিথি ও হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহিন সুমন বলেন, “টিভিতে দেখা নিলাম এবার আমাদের এলাকায়। এমন আয়োজন দেখে ভালো লাগছে। ছাত্রদল এই খেলায় সার্বিক সহযোগিতা করবে।”

আয়োজক কমিটির সদস্য রানা আহমেদ, রাজু আহমেদ, মিদুল আকন্দ ও আরিফ শেখ জানান, “এটি ঘরোয়া টুর্নামেন্ট, তবে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তুলে ধরাই আমাদের লক্ষ্য। একজন খেলোয়াড়কে ম্যাচে একাধিকবার মাঠে নামানোর সুযোগ থাকবে। ক্রীড়াপ্রেমীরা আনন্দ পাবেন।”

স্থানীয় খেলোয়াড় মিজান বলেন, “প্রথমবার নিলামে অংশ নিচ্ছি। ৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছি। সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।”