খুলনায় ফার্মেসী কোর্স চালুসহ ৬ দফা দাবিতে বিসিডিএস-এর কর্মসূচি

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) খুলনা জেলা শাখা ফার্মেসী কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির আহ্বায়ক খান মাহতাব আহমেদ এ ঘোষণা দেন।
দেশের ৬৩ জেলায় ফার্মেসী কাউন্সিলের কোর্স চালু থাকলেও খুলনায় প্রায় দেড় বছর ধরে এটি বন্ধ রয়েছে। ফলে ওষুধ ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এবং নতুন ফার্মেসী লাইসেন্স পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সমিতি দ্রুত কোর্স চালু, সর্বক্ষেত্রে এমআরপি বাস্তবায়ন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নেওয়া, মোবাইল কোর্টের হয়রানি বন্ধ, ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচন প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে।
খান মাহতাব আহমেদ বলেন, গত ৫ আগস্টের পর তৎকালীন কমিটির সদস্যরা সমিতির কার্যালয় স্থবির করে চলে যাওয়ায় ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ন হয়। এর প্রেক্ষিতে ৯ আগস্ট কেন্দ্রীয় কমিটি ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে। তবে গত ১৬ আগস্ট হেরাজ মার্কেটের ব্যবসায়ী এসএম আজিজুর রহমান সংবাদ সম্মেলন করে অপপ্রচার ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের অভিযোগ তুলেছেন, যা সমিতির নেতৃবৃন্দ ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক বাহার, মো. আব্দুল লতিফ শেখ, আনিসুর রহমান লিটু, মো. ফরিদ উদ্দিন হাওলাদার, হেদায়েতুল ইসলাম পলাশ, মো. হাফিজুর রহমান, মো. নুরুজ্জামান, আব্দুল মালেক মোড়ল, আবিদ উজ্জামান, মো. আনোয়ার হোসেন, মো. তৌফিক হোসেন প্রমুখ।
Comments