Image description

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০২৫ সালের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় লেবুখালী ইউনিয়ন বিএনপির অফিসে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইফুল আলম মৃধা। তিনি বলেন, এই সদস্য সংগ্রহ অভিযান শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও।

আরও উপস্থিত ছিলেন, মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক কবির শরীফ, তথ্য গবেষণা সম্পাদক মোঃ সোহরাব হোসেন, দুমকি উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি জাকির হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম। 

লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আঃ খালেক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে লেবুখালী ইউনিয়ন বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।