Image description

অভিনব পদ্ধতিতে তেলবাহী লরিতে ভারতীয় পণ্য পাচারকালে হবিগঞ্জ বিজিবি'র অভিযানে প্রায় সোয়া এক কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে তেলবাহী ট্যাংকার লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ভারতীয় ফেসওয়াস, ভারতীয় ত্বক ফর্সাকারী স্কীন সানরাইজ ক্রীম, ভারতীয় ক্লোপ-জি ক্রীম জব্দ করা হয়। 

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য সোয়া এক কোটি টাকার বেশি। মঙ্গলবার রাতে বিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, চোরাচালানকারীরা যত অভিনব কৌশলই অবলম্বন করুক না কেন, বিজিবি তাদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থেকে চোরচালানী প্রতিরোধ করবে। জব্দকৃত সকল পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে৷