Image description

ফরিদপুরের মধুখালীতে উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদি গ্রামে ঘটে গেলো হৃদয়বিদারক ঘটনা ১৫ আগস্ট বিকেল ৫টা থেকে নিখোঁজ হয় প্রবাসী শামীম তালুকদারের ছেলে তামিম তালুকদার।

মধুখালি থানা পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় স্বল্প সময়ের মধ্যে অপহরণকারী তুহিনকে গ্রেফতার করতে সক্ষম হলেও, দুঃখজনকভাবে তামিমকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। অপহরণের পরেই তামিমকে হত্যা করা হয়। পরে উদ্ধার হয় শিশুটির মরদেহ।

পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য- তামিমকে হত্যা করেছে তাদেরই বাড়ির কাজের লোক তুহিন। জানা গেছে, শিশুটিকে অপহরণ করে পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু মুক্তিপণের টাকা না পেয়ে তামিমকে শ্বাসরোধ করে হত্যা করে নালায় ফেলে দেয় ঘাতক। 

তুহিনের জবানবন্দির ভিত্তিতে, ১৮ আগস্ট মধুখালি থানা পুলিশ উপজেলার কোড়কদি ইউনিয়নের গদার বটতলা (বাশঁপুর) এলাকার একটি নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তামিমের পরিবারসহ পুরো এলাকায়। শিশুটির হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। তুহিন কৃষি শ্রমিকের বেশে ছিল অপহরণকারী। কৃষি শ্রমিক হিসেবেই প্রবেশ করেছিল তামীমদের বাড়ীতে।