Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশে গড়ে ওঠা প্রায় ৩০০ অবৈধ দোকানপাট ও বাসাবাড়ি উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ। এতে অংশ নেন মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী, শ্রীমঙ্গল সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তানভীর, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম, রেলওয়ের সার্ভেয়ার দীপক মল্লিক, কানুনগো কাওছার হামিদ, রেলওয়ের ইঞ্জিনিয়ার জাকির হোসেনসহ জেলা রিজার্ভ পুলিশ ফোর্স, শ্রীমঙ্গল থানা পুলিশ, রেলওয়ে জিআরপি পুলিশ এবং আর অ্যান্ড বি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

অভিযানে বুলডোজার ব্যবহার করে সাতগাঁও রেলস্টেশনের আমরাইলছড়া রোড, সিন্দুরখান রোড, রেলওয়ে কলোনি ও সাতগাঁও বাজার এলাকায় অবৈধ স্থাপনা, একটি বিলাসবহুল বাসাসহ অন্যান্য বাড়িঘর ভেঙে ফেলা হয়। নিরাপত্তার জন্য এলাকায় কড়া পাহারা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডেপুটি কমিশনার মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, “একটি বিলাসবহুল বাড়িসহ প্রায় ৩০০ দোকানপাট ও কয়েকটি বাড়িঘর ভেঙে প্রায় পাঁচ একর রেলওয়ের জমি উদ্ধার করা হয়েছে। আজকের অভিযান শেষ হয়েছে, অবশিষ্ট অংশ পরবর্তী তারিখে ভাঙা হবে। লিজ প্রক্রিয়া আইনের মধ্যে থেকেই সম্পন্ন হবে। যারা আইন অনুযায়ী লিজ নেওয়ার যোগ্য, তাদেরই দেওয়া হবে, আইনের বাইরে কিছুই হবে না।”