Image description

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিখোঁজের ১২ দিন পর আমন ক্ষেত থেকে রবিউল আউয়াল (৫৪) নামে এক বাক-প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বজনরা ধারণা করছেন, তাকে হত্যা করা হয়েছে।

নিহত রবিউল আউয়াল গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সোনা মিয়া সওদাগরের ছেলে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে বাউশিয়া ইউনিয়নের পোরান বাউশিয়া নয়াকান্দি গ্রামের পশ্চিম চকে আমন ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত ১ আগস্ট সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জানা যায়, রবিউল আউয়াল বাক-প্রতিবন্ধী হওয়ায় বিয়ে করেননি এবং বড় ভাই জিলানীর বাড়িতে থাকতেন। তিনি কৃষিকাজ ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। ১ আগস্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যায় ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তার সন্ধান না পাওয়ায় তারা স্থানীয় কবিরাজ ও তান্ত্রিকের শরণাপন্ন হন। মঙ্গলবার সকালে একজন স্থানীয় জেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আমন ক্ষেতে মরদেহ দেখতে পান। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, মৃত্যু ১০ থেকে ১২ দিন আগে হয়েছে। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জামাকাপড় দেখে মরদেহটি রবিউলের বলে নিশ্চিত করেন।

রবিউলের বড় ভাই জিলানী বলেন, “যেখানে লাশ পাওয়া গেছে, সেখানে হাঁটু পরিমাণ পানি ছিল। এখানে ডুবে কারও মৃত্যু হওয়ার কথা নয়। আমার ভাই বাক-প্রতিবন্ধী ছিল, কিন্তু তার অন্য কোনো সমস্যা ছিল না। তার কাছে সবসময় ২০-৩০ হাজার টাকা থাকত। আমরা ধারণা করছি, তাকে কেউ হত্যা করেছে।”

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।”