Image description

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ অক্সিজেন-বায়েজিদ-দুই নম্বর গেইট সংযোগকারী চার লেনের সড়কের একটি বড় অংশ ধসে গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে বায়েজিদ থানার অক্সিজেন স্টারশিপ ব্রিজের কাছে অক্সিজেনমুখী দুই লেনের সড়কটি দেবে যাওয়ায় এই পথে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্টারশিপ এলাকায় ব্রিজের কাছে সড়কের একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে ধসে পড়েছে। এর আশপাশের অংশেও ভাঙন দেখা দিয়েছে। ফলে চার লেনের সড়কের দুই লেন বন্ধ হয়ে গেছে। বাকি দুই লেন দিয়ে উভয়মুখী যান চলাচলের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

৮ নম্বর রুটের বাসচালক সাইফুল ইসলাম বলেন, “সকালে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখি স্টারশিপ এলাকায় সড়ক তলিয়ে গেছে। এখন একমুখী সড়ক দিয়ে উভয় দিকের গাড়ি চলছে, ফলে তীব্র যানজট হচ্ছে।”

বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, “সড়ক ধসে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা এড়াতে পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে।”

সড়কের এই ধসের কারণে অক্সিজেন-দুই নম্বর গেইট সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে।