
চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। মঙ্গলবার সকাল ৬টার দিকে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চাঁদাবাজদের আস্তানা থেকে ৫টি রামদা, ১টি চাপাতি, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি বাটন ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার মৃত বাবর আলীর ছেলে মো. মঞ্জু হোসেন (৫২) এবং একই এলাকার সেলিম হোসেনের ছেলে মো. রাতুল (২২)।
ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি জানান, “দেশের বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো অপরাধমূলক তৎপরতা সম্পর্কে সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার জন্য তিনি জনগণকে আহ্বান জানান।”
এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী।
Comments