Image description

নারায়ণগঞ্জ জেলার জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান।রোববার (৪ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব ও সচিব মো. আমিনুল ইসলাম (এনডিসি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(৪) ও ৮ ধারার আলোকে অনুমোদিত হয়েছে।

নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে আহবায়ক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এডহক কমিটির অন্য সদস্যরা হলেন, ক্রীড়া সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ।
এছাড়াও সাবেক জাতীয় ক্রিকেটার মো. শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া ইমতিয়াজ, সাবেক জাতীয় ফুটবলার মো. সম্রাট হোসাইন এমিলি, গোলাম গাউছ, ক্রীড়া সাংবাদিক সাবিত আল হোসেন, ছাত্র প্রতিনিধি মো. হাসান (নুরজামাল)।

কমিটির সদস্য সচিব করা হয়েছে নারায়ণগঞ্জের জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(১৫) ধারা অনুযায়ী সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, সর্বশেষ ২০২৩ সালের জুনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন তানভীর আহাম্মেদ টিটুর নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ততকালীন কমিটির সবাই নির্বাচিত হয়। পরবর্তীতে ছাত্র-জনতার গমঅভ্যুত্থানের পর ক্রীড়া সংস্থার কমিটির অধিকাংশ সদস্য পালিয়ে যায়। 

অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের পর আগস্ট মাসে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ওই মাসের ২৭ তারিখে আরেক আদেশে ৭ সদস্য বিশিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।