গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা হাসপাতালে

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কামারগাঁও এলাকার একটি ভাড়াবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন, যার মধ্যে ৪ মাস বয়সী শিশু রায়হান ঘটনাস্থলেই প্রাণ হারায়।
রবিবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে, পূবাইল থানাধীন কামারগাঁও সাকিনস্থ সরকারবাড়ি মসজিদের পাশের একটি তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বাড়িটি জনৈক সাজ্জাদ হোসেন মুন্সির মালিকানাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র দুই দিন আগে (১ আগস্ট) রিপন মিয়া (২৫), তার স্ত্রী হাফিজা খাতুন (২১) ও ৪ মাস বয়সী শিশু রায়হানকে নিয়ে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। ঘটনার দিন ভোরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে পানি গরম করার সময় চুলা জ্বালাতে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পুরো রুমে আগুন ধরে যায়।
দগ্ধ অবস্থায় তিনজনকে প্রথমে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন। রিপন মিয়ার শরীরের প্রায় ৭০ শতাংশ এবং তার স্ত্রী হাফিজার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। দু’জনই বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এ ঘটনায় ঘরের বিছানা, ফ্লোরিং ও অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও বাড়িওয়ালার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments